১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




রাজশাহী নগরীতে চুরি আদমদিঘী থেকে ল্যাপটপ-সহ চোর গ্রেফতার

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১৬ ২০২৪, ০৬:১৩ | 659 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বগুড়া গোড়গ্রামে অভিযান চালিয়ে চোরাই ল্যাপটপ-সহ মোঃ শফিকুল ইসলাম (৫৩) নামের এক চোরকে গ্রেফতার করেছে আরএমপি পুলিশ।
শুক্রবার (১৫ মার্চ) ভোররাতে আদমদিঘী থানা পুলিশের সহযোগিতায় বগুড়া জেলার আদমদিঘী থানার গোড়গ্রাম থেকে তাকে গ্রেফতার করে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি চোরাই ল্যাপটপ উদ্ধার করা হয়।
গ্রেফতার চোর মোঃ শফিকুল ইসলাম, সে বগুড়া জেলার আদমদিঘী থানার গোড়গ্রামের মোঃ মকবুল হোসেনের ছেলে।
শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম।
তিনি জানান, কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বিলগাতুয়া গ্রামের এসএম শাহিনুর রহমান(২৫), তিনি রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। গত (১৩ মার্চ) সকাল সাড়ে ৭টায় ময়মনসিংহে যাওয়ার জন্য মহানগরীর ভদ্রা বাস স্ট্যান্ডে গিয়ে একটি বাসে উঠেন। সেখানে বাসের সিটের উপর ল্যাপটপের ব্যাগ রেখে নিচে একটি হোটেলে যান। ফিরে এসে দেখেন তাঁর ব্যাগের মধ্যে ল্যাপটপটি নাই। আশপাশে অনেক খোঁজাখুঁজি করেন। না পেয়ে বোয়ালিয়া থানায় এজাহার দায়ের করলে একটি চুরির মামলা রুজু হয়।
মামলার পরে বোয়ালিয়া থানা পুলিশের একটি দল চোরাই ল্যাপটপ উদ্ধারসহ আসামি গ্রেফতারে অভিযান শুরু করে। এরপর বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির (পিপিএম), এসআই ইকরামুল ইসলাম ও ফোর্স আরএমপি’র অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টারে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে চোর শনাক্ত করে। এরপর বোয়ালিয়া থানা পুলিশের ওই দল তথ্য প্রযুক্তির সহায়তায় (১৫ মার্চ) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান বগুড়ার আদমদিঘী থানার গোড়গ্রাম থেকে আদমদিঘী থানা পুলিশের সহযোগিতায় (চোর) আসামী মোঃ শফিকুল ইসলামকে ল্যাপটপ-সহ গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET