২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




রাজশাহী নগরীর কেদুরমোড় এলাকার মাদক কারবারী তোসলি গ্রেফতার

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ০৫ ২০২৪, ০১:০০ | 696 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহী মহানগরীর খরবোনা নদীরধার বসতির মাদক কারবারী তোসলি খদ্দেরের নিকট ফেনসিডিল বিক্রি করছে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। শুক্রবার ভিডিওটি বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ হুমায়ুন কবির এর দৃষ্টি গোচর হয়। তিনি সাথে সাথে থানার সিনিয়র এসআই গোলাম মোস্তফাকে নির্দেশ দেন তোসলিকে গ্রেফতারের জন্য।
এদিন রাতে এসআই গোলাম মোস্তফা গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারেন, তোসলি স্থান পরিবর্তণ করে কেদুরমোড়ের একটি বাড়িতে অবস্থান করে খদ্দেরের নিকট ফেনসিডিল বিক্রি করছে। পরে রাত ১১টার দিকে বর্নিত স্থানে অভিযান চালিয়ে ১০ বোতল ভারতীয় ফেনসিডিল-সহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার তোসলি একই থানার কেদুরমোড় নদীরধার এলাকার রবি’র স্ত্রী।
জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ হুমায়ুন কবির জানান, নারী মাদক কারবারী তোসলি জিজ্ঞাসাবাদে স্বিকার করে জানায়, সে আর মাদকের কারবার করবে না মর্মে গত ৫/৬বছর পূর্বে আরএমপি পুলিশ কমিশনার স্যারের কাছে লিখিত দিয়েছিলো। কিন্তু গোপনে মাদক কারবার চালিয়ে আসছে। শুক্রবার খদ্দেরের নিকট ফেনসিডিল বিক্রির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর অভিযান পরিচালনা করে তাকে ১০বোতল ভারতীয় ফেনসিডিল-সহ গ্রেফতার করা হয়।
এ ব্যপারে গ্রেফতার নারী মাদক কারবারী তোসলির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে ।
শনিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET