
রাজশাহী থেকে কাওছার :-
রাজশাহী মহানগরীর এক কলেজছাত্রীকে (১৭) ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারও করেছে পুলিশ। সোমবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ওই কলেজছাত্রীর মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, ঢাকায় বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে ওই ছাত্রীকে ঢাকায় নিয়ে যায় তাদের এক আত্মীয়। সেখানেই ওই আত্মীয় একটি বাড়িতে আটকে রেখে দিনের পর দিন ধর্ষণ করেছে। বিষয়টি জানতে পেরে মেয়েটির পরিবার থানায় অভিযোগ করেন। অভিযোগ পেয়ে রোববার সকালে ঢাকার বাড্ডা থানা পুলিশের সহায়তায় মেয়েটির মাকে নিয়ে ওই বাসায় অভিযান চালায় মতিহার থানার পুলিশ। এ সময় ওই বাসা থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়। ওসি আরও জানান, সোমবার সকালে মেয়েটির মা তার মেয়েকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ এনে থানায় একটি মামলা করেছেন। ধর্ষণের শিকার ওই মেয়েটির ডাক্তারি পরীক্ষা করা হয়েছে।