
রাজশাহী মহানগরীতে পুলিশ চেকপোস্টে দুই পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করেছেন এক যুবক।
রবিবার (১৯ মে) দুপুরে নগরীর বোয়ালিয়া থানার পঞ্চবটি মাজারের সামনে এ ঘটনা ঘটে।
ওই যুবকের নাম মো. সোহান আলী (২২) ও তার ছোট ভাই মোঃ রনি (১৮)। তারা রাজশাহীর নগরীর কাটাখালি থানার শ্যামপুর নতুনপাড়া এলাকার মোঃ রায়হান আলীর ছেলে।
আহত পুলিশ সদস্যরা হলেন, কন্সটেবল মোঃ শামীম রেজা ও মোঃ শহিদুল ইসলাম।
এ তথ্য নিশ্চিত করেছেন বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ হুমায়ুন করিব।
তিনি বলেন, রবিবার দুপুরে মহানগরীর বোয়ালিয়া থানার পঞ্চবটি মাজারের সামনে পুলিশ চেকপোস্ট পরিচালনাকালে মোটরসাইকেল যোগে আসা সাহানকে থামার সংকেত দেয় পুলিশ। এ সময় তার মোটরসাইকেলের কাগজপত্র চাইলে বাগবিত-ার এক পর্যায়ে সোহান ক্ষিপ্ত হয়ে দুই পুলিশ সদস্যকে ঘুষি ও কাঠের চলা দ্বারা পিটিয়ে আহত করে পালানোর চেষ্টা করে। পরে তাকে চেকপোষ্টের অন্যান্য পুলিশ সদস্যরা আটক করে।
তিনি আরও বলেন, এ ঘটনায় হামলাকারী দুই ভাইকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।