গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকা–সহ বিভিন্ন অপরাধে রাজশাহী মহানগরীর পবা উপজেলার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক-সহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকা-ের অভিযোগে ২ জন, মাদক মামলায় ২ জন, অন্যান্য অপরাধে ১ জন এবং ওয়ারেন্টভূক্ত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
নাশকতা ও সন্ত্রাসী কর্মকা-ের অভিযোগে গ্রেফতারকৃতরা হলো: প্রদীপ কুমার সাহা পিংকু (৩৪),সে মহানগরীর পবা থানার মহানন্দাখালী বাবু পাড়ার দীপেন কুমার সাহার ছেলে এবং পবা উপজেলার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও আওয়ামী-কর্মী আবু হেনা মোস্তফা জামান রিপন(৪২), সে মহানগরীর বেলপুকুর থানার পশ্চিম জামিরা গ্রামের বদিউজ্জামান বদির ছেলে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দন করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।