রাজশাহী মহানগরীতে ছিনতাইকালে মোঃ অমিত (২৪) নামের এক ছিনতাইকারীকে হাতে নাতে গ্রেফতার করেছে পুলিশ।
এসময় ছিনতাইকারীর কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোনসহ বিভিন্ন ব্র্যান্ডের ৬টি মোবাইল ফোন ও ছিনতাই কাজে ব্যবহৃত চাকু উদ্ধার হয়েছে।
গ্রেফতার ছিনতাইকারী মোঃ অমিত মহানগরীর বোয়ালিয়া মডেল থানার দরগাপাড়া এলাকার মোঃ আরিফের ছেলে। সে নগরীর চন্দ্রিমা থানার আসাম কলোনী রবের মোড় এলাকার বাসিন্দা।
এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মূখপাত্র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস।
তিনি জানান, বুধবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় বোয়ালিয়া থানার মনিচত্বর মোড়ে দাঁড়িয়ে ছিলের মোঃ খোরশেদ আলম (৪০) নামের এক ব্যক্তি। এসময় ছিনতাইকারী অমিত ও তার সহযোগী মোঃ মহিদুল ইসলাম (১৯) মিলে খোরশেদকে চাকুর ভয় দেখিয়ে তার কাছ থেকে স্মার্ট মোবাইল ফোন কেড়ে নেয়।
এসময় খোরশেদ চিৎকার করতে শুরু করলে ছিনতাইকারীরা দৌঁড়ে পালানোর সময় ডিউটিরত অফিসার এসআই মোঃ আবু হায়দার ও তার সঙ্গীয় ফোর্স ধাওয়া দিয়ে ছিনতাইকারী অমিতকে গ্রেফতার করে। তবে তার সহযোগী মহিদুল পালিয়ে যায়।
তিনি আরও বলেন, গ্রেফতার অমিতের কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়াও আসামীর দেহ তল্লাশী করে তার কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের আরও ৬ টি মোবাইল ফোন, ছিনতাই কাজে ব্যবহৃত ২ টি ধারালো চাকুসহ সরঞ্জামাদি উদ্ধার হয়।
গ্রেফতার অমিতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পলাতক আসামীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।