রাজশাহী মহানগরীতে ১০০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ ৪জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (৮জুন) দিনগত রাত সোয়া ১২টায় মহানগরীর কাটাখালী থানাধীন শ্যামপুর পশ্চিমপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মোঃ শামীম (২৪), সে মহানগরীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিম পাড়া এলাকার মোঃ ছামাদের ছেলে, একই এলাকার মোঃ জাহাঙ্গীর আলামের ছেলে মোঃ রতন আলী (২২), মোঃ আলাউদ্দিনের ছেলে মোঃ ওসমান গনি (২৬) ও মোঃ সেলিম আলীর ছেলে মোঃ জয়নাল আবেদীন (২২)।
রবিবার দুপুরে র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামীরা এলাকার চিহ্নিত মাদক কারবারী ও সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য। তারা দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, ফেনসিডিল-সহ বিভিন্ন ধরণের মাদক সংগ্রহ করে মহানগরীর বিভিন্ন এলাকায় মাদক কারবারী ও মাদকসেবীদের নিকট বিক্রয় করে আসছিল।
এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মহানগরীর কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে তাদের সংশ্লিষ্ট থানার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#