গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকা-ে- বিভিন্ন অপরাধের অভিযোগে সহ রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ ও মহানগরগোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থাথেকে তাদেরগ্রেফতার করা হয়।
নাশকতা ও সন্ত্রাসী কর্মকা-ের অভিযোগে গ্রেফতারকৃতরা হলো: শওকত(৪১),তিনি মহানগরীর কর্ণহার থানার দর্শনপাড়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে, মোঃ জাবেদ ইকবাল(৪২), তিনি মহানগরীর শাহমখদুম থানার বিমান চত্বর এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে ও মোঃ সাফায়েত জাহান সৈতক(২৩), (রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রীগের সাবেক সহ-সভাপতি), তিনি রাজশাহীর পুঠিয়া থানার নামাজগ্রাম এলাকার মোঃ সারোয়ার জহানের ছেলে।
মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন, নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন।
তিনি জানান, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকা-ের অভিযোগে ৩ জন, মাদক মামলায় ৬ জন, অন্যান্য অপরাধে ২ জন এবং ওয়ারেন্টভূক্ত ২ জনকে মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
মঙ্গলবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।