১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ গ্রেফতার ৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ২০ ২০২৩, ১৮:২৬ | 722 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহী মহানগরীতে পৃথক তিনস্থানে অভিযান চালিয়ে ৫৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ ৬জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় মাদক বহনে ব্যবহৃত একটি অটোরিক্সা জব্দ করা হয়।
রাবিবার (১৯ নভেম্বর) দিনগত রাত ৯ থেকে শুরু করে রাত ১০টার মধ্যে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলো: মোঃ হাসান আলী হৃদয় (১৯), সে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার উত্তর গুড়িপাড়ার মোঃ মিজানুর রহমানের ছেলে, মোঃ কাওসার আলী রাজন (২৩), সে মহানগরীর হড়গ্রাম বিদ্দির পাটালের মোঃ সাইদুল ইসলামের ছেলে, মোঃ আকাশ আলী (২২), সে হড়গ্রাম চারখুটার মোড়ে এলাকার মোঃ মানিকের ছেলে, মোঃ শাহাদৎ হোসেন খোকন (৩৮), সে মহানগরীর চন্দ্রিমা থানার ভদ্রা জামালপুর এলাকার মোঃ শহিদ ফকিরের ছেলে, মোঃ হযরত আলী অপু (২৮) সে একই এলাকার মোঃ রুবেলের ছেলে ও মোঃ আরিফ হোসেন (২৮)। সে রাজপাড়া থানার বহরমপুর মধ্যপাড়ার মৃত রজব আলীর ছেলে।
সোমবার দুপুরে নগর এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অুিতরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ জামিরুল ইসলাম।
তিনি জানান, রবিবার দিনগত রাত ৯টায় গোপন তথ্যের ভিত্তিতে মহানগর ডিবি পুলিশ রাজপাড়া থানার তেরখাদিয়া শহিদ কামারুজ্জামান স্টেডিয়ামের সামনে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আসামি মোঃ হাসান আলী হৃদয় ও মোঃ কাওসার আলী রাজনকে গ্রেফতার করে।
অপর একটি অভিযানে ১০ টায় কাশিয়াডাঙ্গা থানার চারখুটার মোড় থেকে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আসামি মোঃ আকাশকে গ্রেফতার করা হয়।
একই সময় বোয়ালিয়া থানার রাণীবাজার বাটার মোড় এলাকা থেকে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ আসামি মো: শাহাদৎ হোসেন, মোঃ হযরত আলী ও মোঃ আরিফ হোসেনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এসময় আসামিদের মাদক বহনে ব্যবহৃত একটি অটোরিক্সা জব্দ করা হয়। অভিযানগুলি পরিচালনা করেন, এসআই মোহাঃ আব্দুর রহমান, এসআই মোঃ মিজানুর রহমান সরকার ও সঙ্গীয় ফোর্স।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মহানগরীর রাজপাড়া, কাশিয়াডাঙ্গা ও বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক তিনটি মামলা রুজু করা হয়েছে। সোমবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET