৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




রাজশাহী মহানগরীতে বিস্ফোরক মামলার ৯জন আসামি গ্রেপ্তার

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ১১ ২০২৪, ০৩:১৫ | 616 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহী মহানগরীতে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা-সহ বিভিন্ন সময়ের বিস্ফোরক মামলার ৬ আসামি গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দিনগত রাত থেকে শুরু করে রবিবার দুপুর ১টার মধ্যে মহানগরীর বোয়ালিয়া, শাহমখদুম, পবা ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলো: মোঃ সোহলে রানা (৩২), সে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার কাশিয়াডাঙ্গা থানা ও গ্রামের মৃত আলতাফের ছেলে, মোঃ তৌহিদুল ইসলাম বুলবুল (৩০), সে শাহমখদুম থানার ভুগরইল গ্রামের মোঃ বজলুর রহমানের ছেলে, মোঃ আল মামুন (৫১), সে একই থানার উত্তর নওদাপাড়ার মৃত গোলাম মোর্তুজার ছেলে, মোঃ শরিফুল ইসলাম বিপ্লব (৩৪), সে বড় বনগ্রাম শেখপাড়া এলাকার মোঃ আলম সরকারের ছেলে, মোঃ গোলাম মোস্তফা (৬০), সে পবা থানার দাদপুর এলাকার মৃত নইমুদ্দিনের ছেলে, মোঃ শরিফুল ইসলাম (৪০), সে বেলপুকুর থানার ভড়ুয়াপাড়ার মৃত খায়রুদ্দিনের ছেলে ও মোঃ আলমগীর হোসেন ওরফে আলমগীর (৫০) সে মহানগরীর বোয়ালিয়া মডেল থানার মোন্নাফের মোড় এলাকার মৃত আলী ড্রাইভারের ছেলে, মোঃ শরীফ আহম্মেদ রাফি (৩৫), সে কর্ণহার থানার ধর্মহাটা গ্রামের মোঃ আরশাদ আলীর ছেলে ও মোঃ মুক্তার হোসেন (৫৫), সে চন্দ্রিমা থানার মুশরইল বাচ্চুর মোড়ের মোঃ ফজলুর রহমানে ছেলে ।
রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET