৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকা-সহ বিভিন্ন অপরাধের অভিযোগে রাজশাহী মহানগরীতে অভিযানে চালিয়ে (রাসিক ৪নং ওয়ার্ড) যুবলীগের সাবেক সভাপতি সহ মোট ২২ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার দিনগত রাত থেকে শুরু করে শুক্রবার ভোর পর্যন্ত গত ২৪ ঘন্টার অভিযানে থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থান থেকে ৫আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকা-ের অভিযোগে ৬জন, ১জনকে মাদক মামলায়, অন্যান্য অপরাধে ৯জন এবং ওয়ারেন্টভূক্ত ৬ জনকে গ্রেফতার করেছে।
নাশকতা ও সন্ত্রাসী কর্মকা-ের অভিযোগে গ্রেফতারকৃতরা হলো: মহানগর ৪নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি মোঃ বাপ্পী চৌচুরী রনি (৪২),সে মহানগরীর রাজপাড়া থানার কেশবপুর এলাকার আব্দুল খালেকের ছেলে, ছাত্রলীগ কর্মী মোঃ সুজন (২৬), একই থানার হোসনীগঞ্জের এলাকার মৃত সোহেল রানার ছেলে, আ’লীগ কর্মী মোঃ শাহজাহান আলী (৪৫), সে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার মোল্লাপাড়া এলাকার মৃত জাহিদের ছেলে, যুবলীগ কর্মী মোঃ নান্টু (৩৬), সে চারঘাট থানার কেডাঙ্গা গ্রামের ইনতাজ আলীর ছেলে, নওহাটা পৌর আওয়ামীলীগের সদস্য মোঃ মোবারক আলী (৬০) সে পবা থানার নওহাটা সাহাপাড়ার মৃত করিম মন্ডলের ছেলে ও আওয়ামীলীগ কর্মী মোঃ আশরাফুল হক কনক (৪০) সে কর্ণহার থানার বিলধর্মপুরের আঃ সাত্তারের ছেলে।
শুক্রবার সন্ধায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।