রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী বিভিন্ন অপরাধের অভিযোগে রাজশাহী মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক-সহ ১৭জনকে গ্রেফতার করেছে পুলিশ।
নাশকতা ও সন্ত্রাসী কর্মকা-ের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলো: মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মুকুল শেখ (৪৬), সে মহানগরীর রাজপাড়া থানার সিপাইপাড়ার মোঃ আব্দুল গফুরের ছেলে, আ’লীগের কর্মী মোঃ সিদ্দিকুর রহমান (২০), সে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার জগতলা গ্রামের মোঃ মতিউর রহমানের ছেলে ও মোঃ সুজন (৩২), রংপুর জেলার মিঠাপুকুর থানার রাধাকৃষ্ণপুরের মৃত নয়া মিয়ার ছেলে। সে বর্তমানে বোয়ালিয়া থানাধীন উপর ভদ্রা এলাকার বাসিন্দা। । মুকুল শেখ রাজশাহী
বুধবার নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ন্টায় থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকা-ের অভিযোগে ৩ জনকে, ২ জনকে মাদক মামলায়, অন্যান্য অপরাধে ৬ জন এবং ওয়ারেন্টভূক্ত ৬ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।