বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকা-ে যুবলীগ ও ছাত্রলীগ নেতা-সহ ১৪ জনকে গ্রেফতার করেছে থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত ২৪ ঘন্টায় রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
নাশকতা ও সন্ত্রাসী কর্মকা-ের অভিযোগে গ্রেফতারকৃতরা হলো: রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক উপ-অর্থ সম্পাদক রাশিকুল আলম প্রমিত(২৩), তিনি মহানগীর বোয়ালিয়া মডেল থানার কদিরগঞ্জ দরিখরবোনা এলাকার তরিকুল ইসলাম পিটারের ছেলে, যুবলীগ কর্মী মোঃ জাকির হোসেন(২৮), তিনি একই থানার উপশহর ১ নম্বর সেক্টর এলাকার সৈয়দ আশিফ হোসেনের ছেলে, ছাত্রলীগ কর্মী মোঃ আব্দুর রহিম আকিব (২৬), তিনি হেতেমখাঁ সবজিপাড়া এলাকার মোঃ আব্দুর রউফ ওরফে আদিলের ছেলে ও ২৬ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগ কর্মী গোলাম রাব্বি (২৭), তিনি চন্দ্রিমা থানার জামালপুর এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে।
শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকা-ের অভিযোগে ৪ জন, মাদক মামলায় ২জন, অন্যান্য অপরাধে ৭জন এবং ওয়ারেন্টভূক্ত ১জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। শনিবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।