রাজশাহী মহানগরীতে চাঁদাবাজ চক্রের মূলহোতা-সহ ৮ জন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাব-৫।
সোমবার (১২ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯টায় মহানগরীর বোয়ালিয়া থানাধীন রেলগেট স্টেডিয়াম এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চাঁদা আদায়ের রশিদ, ভাউচার ও রেজিস্ট্রার, চাঁদা বাবদ উত্তোলিত নগদ টাকা-সহ জব্দ করা হয়।গ্রেফতারকৃতরা হলো: মোঃ মোস্তাফিজুর রহমান অরফে মাজেদ (৪০), সে মতিহার থানার তালাইমারী এলাকার মৃত মোস্তাকিনের ছেলে, মীর সাব্বির সজল (৩০), সে বোয়ালিয়া মডেল থানার মৃত মীর কাউছার আলীর ছেলে, মোঃ সহিদ হাসান ওরফে বিপ্লব (৩৫), সে একই থানার সপুরা ছয়ঘাটি এলাকার মৃত স্বপনের ছেলে, মোঃ রাফিউল আওয়াল আদনান (৩২), সে রেলগেট গৌররাঙ্গা এলাকার মৃত রবিউল আওয়ালের ছেলে, মোঃ নজরুল ইসলাম (৩৬), সে শিল্পিপাড়া সুজানগর এলাকার মোঃ ইসলামের ছেলে, মোঃ আতাউর রহমান (৫০), সে শাহমখদুম থানার নওদাপাড়া আমচত্ত্বর এলাকার -মোঃ আনিসুর রহমানের ছেলে, একই থানার মোঃ রনি (৪১), সে সুজানগর কয়েরপাড়া এলাকার -মোঃ তসলিম আলীর ছেলে ও শ্রী রিংকু দাস (৩১), সে নওগাঁ জেলার মান্দা থানার নারায়ণপুর গ্রামের শ্রী হিরেন্দ্রনাথ দাসের ছেলে।