
নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে নিজে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির (জাপা) রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান ডালিম। তিনি এর আগে রাজশাহী-২ (সদর) আসন থেকে নির্বাচন করতে মনোনয়নপত্র দাখিল করে ছিলেন।গতকাল রবিবার তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ১৪ দলের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাকে সমর্থন দেন। দুপুরে রাজশাহী মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ১৪ দলের নেতাদের সঙ্গে এক সভা করে এই ঘোষণা দেন তিনি। এরপর তিনি রিটার্নিং কর্মকর্তারা কার্যালয়ে নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এ সময় খায়রুজ্জামান লিটন ও ফজলে হোসেন বাদশা তাকে মিষ্টি মুখ করান। এর আগে অনুষ্ঠিত সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নূরুল ইসলাম ঠা-ু, রাজশাহী ১৪ দলের সমন্বয়ক ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মেয়র খায়রুজ্জামান লিটন,ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা,রাজশাহী মহানগরীর সভাপতি লিয়াকত আলী লিকু,সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামানিক দেবু, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় নিজের মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দিয়ে মোস্তাফিজুর রহমান ডালিম বলেন, বাদশা ভাইকে ভালোবাসি। তাকে ভালো লাগে আর এই কারনে রাজশাহীর উন্নয়নে তার মতো নেতাই দরকার। এ জন্য তিনি নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করছেন। মহানগর জাপার প্রতিটি নেতাকর্মী এখন থেকে ১৪ দলের প্রার্থী ফজলে হোসেন বাদশার হয়ে নিরলসভাবে কাজ করবে