কুড়িগ্রামের রাজারহাটে রংপুর বিভাগ ও গ্রামীণ উন্নয়ন প্রকল্প এর আওতায় কৃষি যন্ত্রপাতি ৮টি কৃষক গ্রুপের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে। ২৪ জুন বৃহস্পতিবার বিকেল ৪ ঘটিকায় উপজেলা কৃষি অধিদপ্তর চত্বরে উপজেলা কৃষি অফিসার সম্পা আকতারের সভাপতিত্বে ও অতিরিক্ত কৃষি অফিসার হৈমন্তী রাণীর সঞ্চালনায় বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল (সাবু) । এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক সরকার অরুণ যদুসহ উপজেলা কৃষি অধিদপ্তরের উপসহকারি কৃষি কর্মকর্তাগণ। কৃষিযন্ত্র প্রাপ্ত গ্রুপগুলো হল- পশ্চিম মুশরত নাখেন্দা দানা ফসল কৃষক গ্রুপ, বাঘের বাজার সবজি ফসল কৃষক গ্রুপ, খামার খিতাবখাঁ দানা ফসল, ছত্রজিৎ কার্জিপাড়া দানা ফসল, দূর্গাচরণ দানা ফসল, বৈদ্যপাড়া দানা ফসল, বালাতারী সবজি ফসল ও বকসীপাড়া দানা ফসল কৃষক গ্রুপের মাঝে ধানের চারা রোপন কৃষিযন্ত্র (ট্রান্সপ্লান্টার) বিতরণ করা হয়।