কুড়িগ্রামের রাজারহাটে তিস্তা নদীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ ১০৮টি পরিবারের মাঝে খাদ্য ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে ভাঙ্গন কবলিত পরিবারকে খাদ্য ও অর্থ সহায়তা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজিবুল করিম, প্রেসক্লাবের সভাপতি এস এ বাবলু, ঘড়িয়ালডাঙ্গা ইউপি চেয়ারম্যান সহ: অধ্যাপক রবীন্দ্রনাথ কর্মকার। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম বলেন, রাজারহাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তিস্তায় ভাঙ্গন কবলিত ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে ১০০টি, বিদ্যানন্দ ইউনিয়নে ৫টি ও নাজিমখান ইউনিয়নে ৩টিসহ মোট ১০৮টি পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিড়া, চিনি ৫০০ গ্রাম, লবণ ১ কেজি, তেল ৫০০ গ্রামসহ নগদ ২ হাজার টাকা করে বিতরণ করা হয়।