
কুড়িগ্রামের রাজারহাটে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি এর আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস ও দুগ্ধ সপ্তাহ-২০২১ উপলক্ষে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রর্দশনী’র উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১১ ঘটিকায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর চত্বরে অত্র উপজেলার প্রাণিসম্পদ খামারিদের ৫০টি স্টল এ প্রদর্শনীতে অংশ নেয়। উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি। ভেটেরিনারি সার্জন পবিত্র কুমারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড: মো: জোবায়দুল কবীর, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: মুহাম্মদ আসাদুজ্জামান জুয়েল, জেলা পরিষদ সদস্য আব্দুস ছালাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী সরদার প্রমূখ। উক্ত প্রদর্শনীতে অংশগ্রহনকারী খামারিদের প্রত্যেককে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক পুরস্কার- সনদ ও যাতায়াতের ভাতা প্রদান করা হয়।