১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




রাণীশংকৈলে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন। 

রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল,ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২৭ ২০২৪, ১৭:৫২ | 668 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বুধবার ২৭ মার্চ সরকারের কৃষি প্রণোদনা হিসেবে কৃষকদের মাঝে বিনামূল্যে ধান ও পাটের বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। এ উপলক্ষে এদিন সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান শেফালী বেগম , স্থানীয় এম.পির প্রতিনিধি উপজেলা জাতীয় পার্টির আহবায়ক জাহাঙ্গীর আলম ও যুগ্ম আহবায়ক আবু তাহের। এছাড়াও এসময় বিভিন্ন কর্মকর্তা, কৃষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন- কৃষি অফিসার শহিদুল ইসলাম। তিনি তার বক্তব্যে সরকারের এ কৃষি ও কৃষক প্রণোদনার
আওতায় কৃষকদেরকে বিনামূল্যে বীজ ও সার
বিতরণের বিস্তারিত তথ্য তুলে ধরেন। ভাইস চেয়ারম্যান শুভেচ্ছা বক্তব্য দেন। উপজেলা চেয়ারম্যান তার বক্তব্যে সরকারের এ কৃষি প্রণোদনা কার্যক্রমের প্রশংসা করেন এবং বিতরণ করা বীজ ও সার সঠিকভাবে কাজে লাগানোর জন্য উপস্থিত কৃষকদের দৃষ্টি আকর্ষণ করেন। কৃষি অফিস সূত্রমতে এ কার্যক্রমে মোট ৩৪০০ কৃষককে বিনামূল্যে প্রত্যেককে ৫ কেজি করে আউশধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেয়া হবে।এই সাথে ৭৫০ কৃষককে প্রত্যেককে ১ কেজি করে উন্নত জাতের পাটবীজ ও সার দেয়া হবে ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET