
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নের উত্তর মহেশপুর সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসায় গত শুক্রবার ২৫ আগস্ট সকালে ওই মাদ্রাসা শিক্ষক রজব আলী(২৫) কতৃক এক ছাত্রকে বলাৎকারের ঘটনা ঘটেছে। ধর্ষন কৃত শিশু ছাত্রের নাম মেহেদী হাসান(১৩)।
সে বালিয়াডাঙ্গী উপজেলার শাহজাহান আলীর ছেলে। ধর্ষিত ছাত্রের পরিবারের থেকে বিলম্বে সংবাদ পেয়ে গত রবিবার ২৭ আগস্ট রাণীশংকৈল থানার ওসি(তদন্ত) মহসিন আলীর নেতৃত্বে পুলিশের একটি টিম তথ্য প্রযুক্তির সাহায্যে নীলফামারী জেলার সৈয়দপুর থানার লক্ষণপুর চরোলপাড়া গ্রাম থেকে ধর্ষক রজব আলীকে গ্রেফতার করে রাণীশংকৈল থানায় নিয়ে আসে। পরদিন
২৮ আগস্ট বিকেলে এনিয়ে জেলা অতিরিক্ত পুলিশ সুপার আলফা ৩ ,আসাদুজ্জামান রাণীশংকৈল থানায় এক প্রেস ব্রিফিং করেন। প্রেস ব্রিফিংয়ে স্থানীয় সাংবাদিকদের সামনে অতিরিক্ত পুলিশ সুপার লিখিত বক্তব্য পড়ে শোনান। এসময় ওসি গুলফামুল ইসলাম ,ওসি খায়রুল আনাম ডন সহ অন্য পুলিশরাও উপস্থিত ছিলেন। অতিঃ জেলা পুলিশ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। আসামি রজব আলীর বিরুদ্ধে থানায় একটি মামলা রজৃ করা হয়। (মামলা নং-২৬) এবং এদিন বিকেলে তাকে জেলা জেলহাজতে পাঠানো হয়। শিশু ধর্ষণের বিষয়টি সামাজিক অবক্ষয় বলে মন্তব্য করেন ঐ এলাকার সুশীল সমাজ ,এ বিষয়ে এধরনের ঘটনা এড়াতে স্থানীয় হাফেজিয়া মাদ্রাসা গুলোতে নিয়মিত তদারকি করবেন ওসি গুলফামুল ইসলাম মন্ডল ।
Please follow and like us: