ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সব চেয়ে বড় পরশু হাট নেকমরদে অতিরিক্ত টোল আদায়ের জন্য হাট ইজারাদারকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
৯ জুন রবিবার গরু ব্যবসায়ী ও স্থানীয় লোকজনের অভিযোগ সূত্রে জানা গেছে প্রতি হাটে গরু প্রতি ২৩০ টাকা ও ছাগল প্রতি ৯০ টাকা টোল
নেওয়ার সরকারি নিয়ম থাকলেও হাট ইজারাদার তা উপেক্ষা করেও নিজ ক্ষমতার দাপটে গরু প্রতি ৫০০ টাকা ও ছাগল প্রতি ১৮০ টাকা নিচ্ছে । হাটে আসা দুুজন গরু ব্যবসায়ী যশোর থেকে সোহেল ও বগুড়া জেলার আঃ মজিদ নামে দু _জন ক্রেতা অভিযোগ করে বলেন, সরকারি নিয়ম ভঙ্গকরে হাট কমিটির লোকজন এভাবে আমাদের কাছে বেশি টাকা নেওয়ায় আমরা ক্ষতিগ্রস্থ হচ্ছি। আজকে আমারা দুু’জনে ১১ টি গরু ক্রয় করেছি এত বেশি টাকা নিলে আমারা ব্যাবসায় অনেক ক্ষতিগ্রস্ত হবো ।
আমরা এটা আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি। অতিরিক্ত টোল আদায়ের বিষয়ে গরু রশিদ লেখকদের সাথে কথা বললে তারা জানান হাট ইজারাদার আমাদের নিতে বলেছে তাই আমরা নিচ্ছি । আমরা কমিশনে কাজ করি আমাদের কি দোষ ।
এ বিষয়ে হাটে আসা অনেকেই বলেন কোনভাবেই সরকারি নিয়ম পালন করছেন না হাট ইজারাদারসহ সংশ্লিষ্টরা।
অতিরিক্ত টোল আদায়ের দায়ে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন রানীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান।
এ দিকে হাঁটের জরিমানার তথ্য নেওয়ার জন্য মুঠো ফোনে রানীশংকৈল সহকারী কমিশনার ( ভূমি) আর্ণিকা আক্তারের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
Please follow and like us: