পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক মোঃ রফিকুল ইসলাম(রয়েল)(৫৩) ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি রবিবার ( ১০ নভেম্বর) হৃদরোগে আক্রান্ত হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত প্রায় সাড়ে ১১ টার দিকে ইন্তেকাল করেন। সোমবার (১১ নভেম্বর) বিকাল তিনটায় কিসমত রসেয়া গ্রাম সংলগ্ন চারপুখুরী ঈদগাহ ময়দানে জানাযা নামাজ শেষে পাশর্^বর্তী কবরস্থানে তার দাফন কার্য সম্পন্ন করা হয়। রফিকুল ইসলাম (রয়েল) উপজেলার রাধানগর ইউনিয়নের কিসমত রসেয়া গ্রামের মোঃ লুৎফর রহমানের পুত্র। তিনি রাধানগর বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রায় ২৫ বছর যাবত দক্ষতা ও সুনামের সাথে শিক্ষকতা করছিলেন । তিনি ন¤্র,ভদ্র ও বিনয়ী স্বভাবের একজন আদর্শ শিক্ষক ছিলেন। মৃত্যুকালে তিনি বাবা-মা, তিন ভাই, দুই বোন, স্ত্রী,দুই পুত্র , এক কন্যা সন্তান, বন্ধু-বান্ধব,আত্মীয়-স্বজন সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। বিএসসি শিক্ষক রফিকুল ইসলাম (রয়েল) এর মৃত্যুতে উপজেলার সকল শিক্ষক,রাধানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারী গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।