৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • খেলাধুলা
  • রানীশংকৈলে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন  




রানীশংকৈলে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন  

রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল,ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ২৪ ২০২৪, ২১:২৮ | 667 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সোমবার ২৪ জুন বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করে, বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আহাম্মদ হোসেন বিপ্লব।
 উদ্বোধনী খেলায় পৌরসভা দল লেহেম্বা ইউপি দলকে টাইব্রেকারে হারিয়ে জয়লাভ করে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান। প্রধান অতিথির বক্তব্য দেন- উপজেলা চেয়ারম্যান আহাম্মেদ হোসেন বিপ্লব। বিশেষ অতিথির বক্তব্য দেন- সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগ সহ-সভাপতি সেলিনা জাহান লিটা। এ ছাড়াও অনুষ্ঠানে বিশেষ  অতিথি ছিলেন  উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান,ইউপি চেয়ারম্যান আবুল কাসেম,মতিউর রহমান ও শরত চন্দ্র,পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম,জাতীয় পার্টির আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও যুগ্ম আহব্বায়ক আবু তাহের,জাতীয় শিশু কিশোর পরিষদের  সভাপতি জাকারিয়া হাবিব ডন,উপজেলা শিক্ষা অফিসার রাহিম উদ্দীন ও সীমান্ত বসাক, পৌর কাউন্সিলর ইসাহাক আলী, রানীশংকৈল প্রেসক্লাব(পুরাতন)সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও সাবেক সভাপতি কুশমত আলী।
ধারা বর্ণনায় ছিলেন অধ্যাপক প্রশান্ত বসাক ও তারেক আজিজ। খেলা পরিচালনায় ছিলেন জয়নুল ইসলাম, মানিক হোসেন, সুগা মুরমু, আব্দুর রাজ্জাক ও মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি উপ-সহকারি অফিসার সাদেকুল ইসলাম। প্রসঙ্গত এ টুর্ণামেন্টে পৌরসভা ও ৮ ইউনিয়ন মিলিয়ে ৯ টি দল অংশ নিচ্ছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET