ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রানীশংকৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৪জন শিক্ষককে বদলি করা হয়েছে।
বদলিকৃত শিক্ষকরা হলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছেলিমা সিদ্দিকা ,সহকারী শিক্ষক ধীরেন্দ্র নার্থ রায় , সহকারি শিক্ষিকা আয়েশা খাতুন ও আবুল কালাম ।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে এই ৪ জন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ থাকায় ডেপুটেশনে সংযুক্তিতে বদলি করা হয় ।
বদলির কারণ হিসেবে জানা গেছে বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রম সহ ছাত্র-ছাত্রীদের সাথে খারাপ আচরণ এবং অভিভাবকদের বিভিন্ন অভিযোগের সত্যতা নিশ্চিত পাওয়ায় তাদের বদলি করা হয়েছে । বদলির বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা শিক্ষা অফিসার রাহিম উদ্দিন।সেই সাথে আগামী ২১ মার্চ বদলিকৃত শিক্ষকদের আদেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য যে সহকারী শিক্ষক ধীরেন্দ্রনাথ কে নিয়ে ছাত্র ছাত্রীদের বেধড়ক লাঠিচার্জ, অভিভাবকদের সাথে অসদাচরণ সহ থানায় অভিযোগ এবং নির্বাহী কর্মকর্তার কাছেও
একাধিক অভিযোগ ছিলো তার বিরুদ্ধে।
Please follow and like us: