রামগঞ্জ উপজেলার পানিয়ালা বাজার দারুস সালাম মার্কেটের সামনে ৫টি দোকান পুড়ে গিয়েছে।এতে (প্রায়) ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গিয়েছে।
সূত্রে জানান শনিবার রাত আনুমানিক দেড় ঘটিকায় বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ড সৃষ্টি হয়ে মেসার্স আব্দুল্লাহ ফার্নিসার, মেসার্স জাহিদ এন্টারপ্রাইজ, আনা মিয়া ফার্নিসার হাউজ, ডিজাইন উড এন্ড উইন্ডো হাউজ অগ্নিকান্ডে আনুমানিক ১০ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতি হয়েছে।
এ সময়ে সংবাদ পেয়ে রামগঞ্জ থানার পুলিশ সহ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দুই ঘন্টার আগুন নিয়ন্তন করতে সক্ষম হয়েছে। মেসার্স জাহিদ এন্টারপ্রাইজ এর মালিক মো: দেলোয়ার হোসেন জানান প্রতিদিনের ন্যায় শনিবার রাতে সাড়ে ১১টায় দোকান বন্ধ করে বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়েছি।রাত দেড়টা আগুনের লেলিহান শিখাদেখে স্থানীয়রা চিৎকার দিলে গ্রাামবাসি,পুলিশ বাহিনীসহ ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্দ্রন করেন।আগুনে পড়ে আমার আনুমানিক ৪লাখ টাকার প্লেনসিট,ড্রাম,ট্যাংক পুড়ে গিয়েছে। আব্দুল্যাহ,আনা মিয়া জানান অগ্নিকান্ডে দোকানের প্রায় তিন লাখ টাকার মালামাল পুড়েছে।
ফায়ার সার্ভিসের অফিসার মো: কামরুল হাসানজানান ঘটনাস্থলে গিয়ে দুইটি ইউনিটের মাধ্যমে প্রায় দুই ঘন্টায় আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি।
রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ সোলাইমান বলেছেন অগ্নিকান্ডে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে ফায়ার সার্ভিসের কর্মরত কর্মকর্তাদেরকে সহযোগিতা করেছেন।