এইচএসসি-২০২৩ পরিক্ষায় রামগঞ্জ উপজেলার ৭টি কলেজে মোট ১হাজার ৬শত ২৬জন শিক্ষার্থী অংশ গ্রহন করে৷পা সকরে ১হাজার ১শত জন শিক্ষার্থী৷ জিপিএ-৫ পেয়েছে ৮৫জন৷পাসের হার ৬৭.৬৫ শতাংশ৷এর মধ্যে সবচেয়ে ভাল ফলাফল করেছে ফরিদ আহমেদ ভূইয়া একাডেমি৷প্রতিষ্ঠানটি ২০১৭ সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে ধারাবাহিক ভাবে শতভাগ পাস ও সব চাইতে বেশী জিপিএ-৫ পেয়ে জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বকৃতি লাভ করে আসছে৷ এই বছর এ প্রতিষ্ঠান থেকে মোট ১২৬ জনশিক্ষার্থী পরিক্ষা য়অংশ গ্রহন করে ১২৬ জনই কৃতকার্য হয়৷এরমধ্যে জিপিএ -৫ পেয়েছেন ৬১ জন৷
অন্য কলেজের মধ্যে রামগঞ্জ সরকারি কলেজ থেকে ৪৬৩ জন শিক্ষার্থীর মধ্যে পাস করে ২৬৮ জন৷এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮জন, পাসের ৪৪.৯২ শতাংশ৷
রামগঞ্জ মডেল কলেজ থেকে ৪৫০ জন শিক্ষার্থীর মধ্যে পাস করে ২৯৮ জন৷এবছর অত্র কলেজ থেকে কেউ জিপিএ-৫ পায়নি৷পাসের হার ৬৬.২২শতাংশ৷
দল্টা ডিগ্রি কলেজ থেকে ২৬৩ জনের মধ্যে পাস করে ২২৭ জন৷জিপিএ -৫ পেয়েছে ১৪জন৷পাসেরহার ৮৬.৩১শতাংশ৷
জিয়াউল হক হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে ১১৯জন শিক্ষার্থীর মধ্যে পাস করে ৯৮ জন৷ জিপিএ-৫ পেয়েছে ২ জন৷পাসেরহার ৮২.৩৫ শতাংশ৷
জয়পুরা এস আর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ থেকে ৬১ জনশিক্ষার্থীর মধ্যে পাসকরে ৩৯ জন৷ এ কলেজ থেকেও কেউ জিপিএ-৫ পায়নি৷পাসেরহার ৬৩.৯৩ শতাংশ৷
পানপাড়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ থেকে ১৪৪জন শিক্ষার্থীর মধ্যে পাস করে ৪৪ জন৷ এ কলেজ থেকেও কেউ জিপিএ-৫ পায়নি৷পাসেরহার ৩০.৫৬ শতাংশ৷