রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
জেলার রামগঞ্জ উপজেলার পৌর সুপার মার্কেটের একটি হোটেলে সিলিন্ডার গ্যাস বিষ্পোরনে আহাদ হোসেন (১৫) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
এসময় মানিক হোসেন (৪২) ও সোহাগ হোসেন (২৮)সহ আহত হয়েছে ৫জন। আহতদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। বুধবার গভীর রাতে শহরের শেখ আমিন উল্যা পৌর সুপার মার্কেটের মনা মিয়ার হোটেলে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
নিহত আহাদ হোসেন রামগঞ্জ বাস টার্মিনাল সংলগ্ন পশ্চিম কাজীরখীল গ্রামের আখন বাড়ীর হতদরিদ্র রিক্সাচালক আবু ছায়েদ গুজার ছেলে।
স্থানীয় লোকজন জানান, মঙ্গলবার দিবাগত বুধবার রাত দেড়টায় রামগঞ্জ শহর পুলিশ বক্সের সামনে পৌর সুপার মার্কেটের মনা মিয়ার হোটেলে রান্না চলাকালীন সময়ে হটাৎ গ্যাস লিকেজ হয়ে আগুনের সূত্রপাত।
মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে দোকানের ভিতরে থাকা কয়েকজন ক্রেতা বের হতে পারলেও ইঞ্জিন মেস্ত্রী মোঃ আহাদ হোসেন হোটেলের ভিতর আটকা পড়ে। কিছুক্ষন পর “ওমেরা গ্যাস” সিলিন্ডার বিষ্পোরন হয়ে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে রামগঞ্জ ফায়ার সার্ভিস ও রামগঞ্জ থানা পুলিশ দ্রুত ছুটে আসে ঘটনাস্থলে। আগুন নিয়ন্ত্রনে আনার আগেই পাশ্ববর্তি আপন টেলিকম ও হোটেলের ভিতর মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এসময় হোটেলের ভিতর আটকে পড়া কিশোর আহাদ হোসেন আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যায়। পুলিশ লাশ উদ্ধার করেছে।
রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ তোতা মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর হসপিটাল মর্গে প্রেরনের জন্য প্রস্তুতি নিচ্ছে