রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি ঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী র্যালী,সমাবেশ ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা ছাত্রলীগ, কলেজ শাখা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০টায় আনন্দ র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন উপজেলা ছাত্রলীগ। এসময় রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান ফয়সাল মালের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মেহেদী হাসান শুভর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নূর উদ্দিন চৌধুরী নয়ন। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো.সফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সফিক মাহমুদ পিন্টু, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আ.ক.ম রুহুল আমিন, পৌরসভা মেয়র হাজী আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বাচ্চু,লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল,সাধারন সম্পাদক রাকিব হোসেন লোটাস, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান মঞ্জু, সারাফত হোসেন স্বজল, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মহিন উদ্দিন সুজন, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল চৌকিয়া, রামগঞ্জ সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোরশেদুল আমিন বাবু,সাধারন সম্পাদক রাকিবুল হাসান শান্তসহ উপজেলার সাবেক সকল আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ।