পবিত্র রমজান উপলক্ষ্যে রামগঞ্জে নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানী, মজুদ সরববাহ, মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে উপজেলা প্রশাসনের সাথে ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৩ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শারমিন ইসলামের সভাপতিত্বে সভায়রপ্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনির চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্ছু, সহকারী কমিশনার (ভুমি) রাশেদ ইকবাল, থানার ওসি তদন্ত উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আকম রুহুল আমিন প্রমুখ। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা,সাংবাদিক, শিক্ষক প্রতিনিধ,, এনজিও প্রতিনিধি, উপজেলার রামগঞ্জ, সোনাপুরসহ বেশীভাগ বাজার ব্যবসায়ী কমিটি নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যে স্বাভাবিক রাখার অঙ্গীকার করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তারা প্রতিটি দোকানে মূল্যতালিকা, সহনীয় মূল্যে বিক্রি ও পাওয়ার সিরিন্ডার রাখার সিদ্ধান্ত দেওয়া হয়।