১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রামগঞ্জে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস




রামগঞ্জে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

আউয়াল হোসেন পাটওয়ারী, রামগঞ্জ,লক্ষীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২৬ ২০২৪, ১৬:০৩ | 729 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সারাদেশে প্রত্যুষে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়েছে। আজ ২৬ মার্চ, বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।এক্ষেত্রে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে সরকারি ও বেসরকারিভাবে নানা কর্মসূচির আয়োজন করা হয়।৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সারাদেশের ন্যায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যেগে রামগঞ্জ সরকারি কলেজ মাঠে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটি স্মরনিয় করে রাখা হয়। এর আগে ভোরে সোনাপুর চৌরাস্তায় স্বাধীনতা মিনারে ফুল দিয়ে স্মরণ করা হয় সকল স্বাধীনতাকামী শহীদদের।এসময় প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ, সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শারমিন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান।
সহকারী কমিশনার (ভূমি) রাসেল ইকবালের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানটির সঞ্চালনা করেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার শরিফুল্লাহ আস শামস ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আফরোজা আক্তার।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET