
মো. আউয়াল হোসেন পাটওয়ারী, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে গতকাল সোমবার (১ জানুয়ারী ২০১৮) সালের প্রথম দিন রামগঞ্জ পৌরসভাসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক,মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা গুলোতে শিক্ষার্থীদের মাঝে নতুন বই আনুষ্ঠানিক ভাবে বিতরণ করা হয় ।
জানা গেছে, সকাল ১০টায় রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে, সকাল ১১টায় রামগঞ্জ ষ্টেশন মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিক ভাবে শিক্ষার্থীদের মাঝে এ নতুন বই বিতরণ করা হয়। কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের সংসদ সদস্য লায়ন এমএ আউয়াল। রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষক মঞ্জুরুল হক ফারুকের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু ইউছুফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মিজানুর রহমান ভূইয়া,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দৌলতর রহমান, সাংবাদিক মনির হোসেন বাবুল,পাটওয়ারী হোসেন শরীফ, ওমর ফারুক পাটওয়ারী। রামগঞ্জ ষ্টেশন প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বই বিতরণ অনুষ্ঠানে সভাপত্বি করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. শাহজাহান এ ছাড়া পৌরসভার মধ্য আঙ্গার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়,পশ্চিম আঙ্গার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা গুলোতে নতুন বই বিতরণ করা হয় । প্রথম দিনে নতুন বই পেয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা উচ্ছ্বাসিত ও আনন্দিত।