রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে অসহায় শীতার্ত ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র, চাল ও নগদ টাকা বিতরন করেছেন আনোয়ার খাঁন মর্ডাণ মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন খাঁন।
গতকাল দুপুরে রামগঞ্জ পৌরসভা কার্যালয়ের সামনে পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রায় দুই সহশ্রাধীক ছিন্নমূল গরীব মানুষদের মাঝে প্রত্যককে একটি কম্বল, দশ কেজি চাল ও নগদ ১শ টাকা করে বিতরন করা হয়।
পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে সাবেক মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক বেলাল আহম্মেদের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, উপজেলা আওয়ামীলীগের সাধারন আ.ক.ম রুহুল আমিন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, ভাদুর ইউনিয়ন চেয়ারম্যান জাহিদ হোসেন ভূইয়া, দরবেশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ও জেলা পরিষদের সদস্য সৈকত মাহমুদ শামছু, রামগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মোঃ মামুন আখন্দ, মহিলা কাউন্সিলার পারভীন আক্তার, কৃষকলীগের সভাপতি মোঃ আবুল কাশেম, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান ফয়সাল মাল, সাধারন সম্পাদক মেহেদী হাসান শুভসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।