
রামগঞ্জ ( লক্ষ্মীপুর ) প্রতিনিধি ঃ
রামগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচি মাধ্যমে পালিত হয়েছে। ২৬মার্চ দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিট থেকে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংগঠন ও আ.লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শিক্ষা ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পৃথক পৃথক ভাবে পুস্পস্তবক অর্পণ করে স্বাধীনতা যুদ্ধের শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৭টায় রামগঞ্জ সরকারি কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির পায়রা অবমুক্তি ও বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থীদের কুচকাওয়াজ প্রদর্শন, ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ী ও অতিথিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বেলা ১১টার রামগঞ্জ জিয়া অডিটরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম শান্তুনু চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ড.আনোয়ার হোসেন খান, উপজেলা চেয়ারম্যান আ.ক.ম রুহল আমিন, সাবেক উপজেলা চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু ইউসুফ, রামগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সালেহ আহম্মদ পাটওয়ারী, বীর মুক্তিযোদ্ধা এড. শামছুউদ্দিন, আবুল হোসেন সূফী, সিরাজ চেয়ারম্যান, তোফায়েল আহম্মদ মনু, গোলাম নবী প্রমুখ।
এ ছাড়াও বিকাল ৩টায় আ.লীগ কার্য্যালয় উপজেলা আ.লীগের সভাপতি এড.সফিক মাহমুদ পিন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা ও পৌর সভার আ.লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বিকাল সাড়ে ৩টায় রামগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির অস্থায়ী কার্যালয়ে স্বাধীনতা যুদ্ধের শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক মনির হোসেন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, পৌরসভার সাবেক কাউন্সিলর মনোয়ার ইসলাম পাটওয়ারী, সাংবাদিক পাটওয়ারী হোসেন শরীফ, লিয়াকত হোসেন, বশির আহমেদ, রিয়াজ উদ্দিন, মোবারক হোসেন প্রমুখ। সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত রামগঞ্জ জিয়া অডিটরিয়ামে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক মঞ্চায়ন করা হয়।