
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ- লক্ষ্মীপুরের রামগঞ্জে ৩দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ নির্মান শ্রমিক মোঃ জুয়েল রানার। সৃষ্ট ঘটনায় জুয়েল রানার নিকটতম আত্বীয় মোঃ আনারুল ইসলাম বাদী হয়ে ৭এপ্রিল শনিবার রাতে রামগঞ্জ থানায় একটি নিখোজ ডায়েরী করেছেন।
জুয়েল রানার আত্বীয় মোঃ আনারুল ইসলাম জানান, গত ৬ এপ্রিল শুক্রবার সকাল ১১টায় তার কর্মস্থল রামগঞ্জ উপজেলার উদয়পুর ফরিদ আহম্মেদ ভূঁইয়া একডেমীর সামনে থেকে উধাও হয়ে যায়। পরে তার সাথে থাকা সহকর্মী শ্রমিকরা সর্বত্র খোজখবর এবং যোগাযোগ করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। জুয়েল রানা নওগাঁ জেলা নিয়ামতপুর উপজেলার টগরাইল গ্রামের মোঃ খায়রুল ইসলামের ছেলে। সে গত ৪বছর থেকে রামগঞ্জ উপজেলার ফরিদ আহম্মেদ ভূঁইয়া একাডেমীর নির্মান শ্রমিক হিসেবে কাজ করে আসছে। কেউ তার সন্ধান পেলে তাৎক্ষনিক রামগঞ্জ থানা প্রশাসনকে অবহিত করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন তার পরিবারের লোকজন।