
রামগঞ্জ জিয়া শপিং কমপ্লেক্সে মার্কেটের ভিতরে ও বাহিরে পার্কিং স্থানে ও বাউন্ডারি ওয়াল ভেঙ্গে নকশা বহির্ভূত দোকান নির্মান ও নানা অনিয়মে ৬ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল রবিবার(৩১মার্চ) উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সভার মূখ্য উপদেষ্টা ও লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের এমপি ড. মোঃ আনোয়ার হোসেন খানের নির্দেশক্রমে এ কমিটি গঠন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সভার সভাপতি মোসাঃ শারমিন ইসলাম। তদন্ত কমিটির সদস্যরা হলেন রামগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত), উপজেলা প্রকৌশলী, পৌরসভা নির্বাহী প্রকৌশলী, ডিজিএম পল্লী বিদ্যুৎ সমিতি রামগঞ্জ, ফায়ার সার্ভিস অফিসার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা। তদন্ত কমিটির সদস্যদেরকে আগামী ১০ কর্মদিবসে তদন্তপ্রতিবেদনের নির্দেশ দেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল খায়ের পাটোয়ারী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আকম রুহুল আমিন, সাবেক পৌর মেয়র বেলাল আহম্মদ, ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্ছু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলীসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দু, উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও সভার সদস্যরা। পরে এমপি, উপজেলা চেয়ারম্যন,পৌরসভা মেয়র,উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ তদন্ত কমিটির সদস্যরা মার্কেটি পরিদর্শন করেন। এ সময় তাঁরা চলমান কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। মার্কেটের ভিতরের গেট, সিড়িসহ বিভিন্ন স্থানে নির্মান করা দোকান গুলো ভেঙ্গে পেলার নির্দেশ দেন।