
বাগেরহাট জেলার রামপাল উপজেলার ভোজপতিয়া ইউনিয়ন যুবদলের নেতা ইকবাল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাগেরহাট জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম এবং বাগেরহাট জেলা যুবদলের সাধারণ সম্পাদক সুজা উদ্দিন মোল্লা সুজন মোল্লা। তারা উভয়েই মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। গতকাল রাত ৮-১৫ ঘটিকার সময় এই যুবদল নেতা মৃত্যুবরণ করেন।
শরীরে জ্বর সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে বাগেরহাট সদর হসপিটালে ভর্তি হয়েছিল ইকবাল হোসেন। কোভিভ -১৯ করোনা টেস্ট করতে দেওয়া হয়েছিল। কিন্তু রিপোর্ট আসার আগেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন এই যুবদল নেতা। ধারণা করা হচ্ছে করোনায় আক্রান্ত হয়েই তিনি মৃত্যুবরণ করেছেন। তিনি স্ত্রী এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
বিএনপি নেতা লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম ও যুবদল নেতা সুজন মোল্লার সাথে রামপাল উপজেলা যুবদল নেতা শাহ জালাল গাজী ও রামপাল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলাম শোভন ও যুবদল নেতার রুহের মাগফেরাত কামনা করেছেন। তারা এই নেতার মৃত্যুতে গভীরভাবে শোকাহত।
Please follow and like us: