
বাগেরহাটের রামপালে ১৪ বছরের স্কুল পড়ুয়া ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বড় দুর্গাপুর পুটিমারি গ্রামের জনৈক পলাশের মৎস্য খামারে। শুক্রবার বিকেলের কোন এক সময় এ ঘটনা ঘটিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এ ঘটনায় পুলিশ রামপালের কালেখারবেড় গ্রামের আজমল হোসেনের ছেলে রাকিব হোসেন সজল ও পাড়গোবিন্দপুর গ্রামের শেখ ফরহাদের ছেলে রাসেল শেখ নামের দুই যুবককে আটক করতে সক্ষম হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ভিকটিম উপজেলার ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণী ছাত্রী। বাড়ি থেকে প্রাইভেট পড়তে যাওয়ার সময়
খুলনা মংলা রোডের রোনসেন বাস স্ট্যান্ড নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেল যোগে দুই যুবক বড় দুর্গাপুর পুটিমারি গ্রামস্থ পলাশের মৎস্য খামারে নিয়ে যায় এবং সেখানে থাকা আরেক যুবক মোট তিনজনে মিলে ছাত্রীকে জোর পূর্বক গণধর্ষণ করে। ধর্ষণ শেষে সন্ধ্যা সাতটার সময় মহেন্দ্রযোগে ভিকটিমকে তার নিজ বাড়িতে পাঠিয়ে দেয়। খবর শুনে ভিকটিমের পরিবার বাদী হয়ে রহমত (২৬), শেখ রাসেল (২৬) এবং রাকিব হোসেন সজল (২৫) এর নামে রামপাল থানায় একটি ধর্ষণের অভিযোগ করেন।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান বাবুল আকতার জানান, ভিকটিমের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে রামপাল থানা পুলিশ শেখ রাসেল ও রাকিব হোসেন সজল নামীয় দুইজনকে গ্রেফতার করেছে।অভিযোগের অন্য আসামী সহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Please follow and like us: