১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




রামেকে করোনা উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ৩১ ২০২২, ১৬:৩৪ | 968 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে।
চিকিৎসাধীন অবস্থায় গত রোববার সকাল ৯টা থেকে গতকাল সোমবার (৩১ জানুয়ারি) সকাল ৯টার মধ্যে তাদের মৃত্যু হয়। এদের মধ্যে দু’জন রাজশাহী এবং দু’জন চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা।
গতকাল সোমবার সকালে এতথ্য নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে চারজন মারা গেছেন। এদের দু’জন হাসপাতালের ২৯/৩০ নং ওয়ার্ডে এবং দু’জন আইসিইউতে ভর্তি ছিলেন।
এদের মধ্যে তিনজন পুরুষ এবং একজন নারী রয়েছেন। মারা যাওয়া চারজনের মধ্যে দু’জনের বয়স ৬০ বছরের ওপরে। এছাড়া একজন ৫১ থেকে ৬০ বছর বয়সী এবং একজন ১১ থেকে ২০ বছর বয়সী।
এদিকে ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে সোমবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৬৩ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৬০ জন।
হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৩৬ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২২ জন। ভর্তি ৫ জনের করোনা ধরা পড়েনি । এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৯ জন। এই একদিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯ জন।
হাসপাতালে বর্তমানে রাজশাহীর ৩৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ৯ জন, নাটোরের ৮ জন, পাবনার ৪ জন, কুষ্টিয়ার ৩ জন, মেহেরপুরের ২ জন এবং বগুড়ার একজন ভর্তি রয়েছেন। রোববার রামেক হাসপাতাল ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাবে ৪৫১ জনের নমুনা পরীক্ষায় ১৪৫ জনের করোনা ধরা পড়েছে। এই ল্যাবে রাজশাহী জেলার ২৭৫ জনের নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে ১১০ জনের। করোনা শনাক্তের হার ৪০ দশমিক ৮২ শতাংশ।
একই ল্যাবে জয়পুরহাটের ১০৮ নমুনা মধ্যে ২৬টিতে, চাঁপাইনবাবগঞ্জের ৬০ নমুনার মধ্যে ৮টিতে এবং নাটোরের ৯ নমুনার মধ্যে একটিতে করোনা শনাক্ত হয়েছে। জয়পুরহাটে করোনা শনাক্তের হার ২৪ দশমিক ০৭, চাঁপাইনবাবগঞ্জে ১৩ দশমিক ৩৩ এবং নাটোরে ১১ দশমিক ১১ শতাংশ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET