১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




রামেক হাসপাতালে করোনায় তরুণীর মৃত্যু

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ১১ ২০২২, ১৯:৩১ | 772 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা উপসর্গে এক তরুণীর মৃত্যু হয়েছে।
সোমবার (১০ জানুয়ারি) দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের (আইসিইউ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার মৃত্যু হয়। মৃত তরুণী চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা।
এ তথ্য নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগীর মৃত্যু হয়নি। তবে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসিইউতে এক তরুণী মৃত্যু হয়েছে। তার বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে।
এদিকে, রামেক করোনা ইউনিটে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ২৬ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ২৭ জন। এর মধ্যে রাজশাহীর ১৫ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩ জন, নওগাঁর ২ জন, নাটোরের ২ জন, পাবনার ৩ জন এবং কুষ্টিয়ার একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। বর্তমানে রামেকের করোনা ইউনিটে শয্যা সংখ্যা ১০৪ জন।
এর আগে গত সোমবার রামেক হাসপাতাল ল্যাবে ৪৫ জন ব্যক্তির করোনার নমুনা পরীক্ষা হয়েছে। এতে করোনা শনাক্ত হয়েছে ৪ জনের। একই দিনে রামেক ল্যাবে ১২২ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১৯ জনের। পরীক্ষার অনুপাতে রাজশাহীতে করোনা শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET