
সড়ক ও ফুটপাত দখলমুক্তকরণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বেলা ১২টার দিকে মহানগরীর ভদ্রা স্মৃতি অম্লান মোড় চত্বরের পাশে অবস্থিত অতিথি হোটেলের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন রাসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক।
এরপর নগর ভবন থেকে শহীদ এ এইচ এম কামারুজ্জামান চত্বর হয়ে শিরোইল বাস টার্মিনাল, ভদ্রা স্মৃতি অম্লন মোড়, অগ্রণী স্কুল হয়ে তালাইমারী, কাজলা, বিনোদপুরে চলে যায় অভিযানিক দলটি। এসময় পথচারী ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিক কর্মচারিদের মুখে মাস্ক পরিধানে সচেতনা বৃদ্ধির লক্ষে মাইকিং করে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও রাসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আদালত পরিচালনাকারী রাসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক।