এম এ মালেক, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ‘নিম্ন-আয়ের’দেশ থেকে বাংলাদেশ ‘নিম্নমধ্য আয়ের’ দেশে উত্তরণ উপলক্ষে বৃহস্পতিবার (২২ মার্চ) সকাল ৯.৩০ মিনিটের দিকে আনন্দ শোভাযাত্রা ও উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ইকবাল আখতা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন, জাতীয় সংসদ সদস্য (রায়গঞ্জ-তাড়াশ) গাজী ম.ম আমজাদ হোসেন মিলন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান খান, উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল হাদি আল-জিন্নাহ আলমাজি, শ্রম বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয় প্রমূখ্য।
উল্লেখ্য যে, রায়গঞ্জ উপজেলায় ১৮৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১২৮টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ কম্পিউটার বিতরণ ও যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক ১০ জন যুবককে মোট ৫ লক্ষ ৭৫ হাজার টাকা বিতারণ করা হয়।
Please follow and like us: