
এম এ মালেক,সিরাজগঞ্জঃ
ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের টি.আর এবং কাবিখা প্রকল্পের
আওতায় সিরাজগঞ্জের রায়গঞ্জে আবাসিক, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে ৭শ ৯৯টি সোলার প্যানেল স্থাপন প্রকল্প গ্রহণ করলেও ঠিকাদার নিয়োগ না হওয়ায় সেগুলারে স্থাপন কাজ আটকে গেছে।
রায়গঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।
কামরুল আহসান আরও জানান, রায়গঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের কাবিখা সাধারণ প্রকল্পের আওতায় ২৯ লাখ ৮৬ হাজার ২৩০ টাকার ১৯৯টি
সোলার, টি.আর সাধারণ আওতায় ২২ লাখ ৪০ হাজার ৬৫৭ টাকায় ১৬১টি সোলার ও টি. আর বিশেষ প্রকল্পের ২৬ লাখ ২৪ হাজার ৫শ টাকা ব্যয়ে ২০৪টি সোলার এবং কাবিখা বিশেষ প্রকল্পের ৩১ লাখ ৬ হাজার ২শ টাকা ব্যয়ে ২৩৫টিসহ মোট ৭শ ৯৯টি সোলার প্যানেল স্থাপন প্রকল্প গ্রহণ করা হয়।
এতে মোট বরাদ্দ দেয়া হয়েছে ১ কোটি ৯ লাখ ২১ হাজার ৫শ ৮৭ টাকা। এ সমস্ত সোলার ১৮৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন
ধর্মীয় প্রতিষ্ঠান ও আবাসিক বাড়িতে স্থাপন করা হবে। কিন্তু অজ্ঞাত কারণে এখনও সোলার প্যানেল স্থাপনে ঠিকাদার নিয়োগ না হওয়ার কারণে সেগুলো আটকে গেছে। অতি দ্রুত ঠিকাদার নিয়োগ না হলে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের বেঁধে দেয়া সময়সীমার মধ্যে প্রকল্প কাজ সম্পন্ন করা সম্ভব হবে না।