এম এ মালেকঃ সিরাজগঞ্জ রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি কে. এম রফিকুল ইসলামের পিতা বীর মুক্তিযোদ্ধা খোন্দকার ওয়ারেছ আলী (৭২) মৃত্যুবরণ করেছেন(ইন্না……….রাজিউন)।
তিনি বার্ধ্যক্যজনিত কারনে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সিমলা গ্রামে তার নিজ বাড়িতে মঙ্গলবার বিকেল ৩.৩০ মিনিটের দিকে মৃতুবরণ করেন। বীর মুক্তিযোদ্ধা খোন্দকার ওয়ারেছ আলীর মৃত্যুতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনতা সম্প্রীতি মঞ্চের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং রায়গঞ্জ উপজেলা আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয় গভীর শোক প্রকাশ করেছেন।
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান । তিনি বলেন, রায়গঞ্জের অন্যতম মুক্তিযোদ্ধা খোন্দকার ওয়ারেছ আলী যুদ্ধ কালীন সময়ে অগ্রণী ভূমিকা রেখেছেন। তিনি ছিলেন বাংলাদেশের প্রিয় মানুষ। তাঁর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ একজন নিবেদিত প্রাণ নেতাকে হারালো।