
বন্ধু কখনো তুমি ফুল ফোটা বসন্ত
কখনো নীল আকাশে সাদা মেঘের হেমন্ত,
কখনো তুমি বৃষ্টি ভেজা শ্রাবণ
আবার কখনো রৌদ্র ঝড়া ফাগুন।
কখনো তুমি শরৎ এ ফোটা সাদা কাশফুল
কখনো বিকেলের শেষে লালচে রোদ,
কখনো তুমি শীতের সকালের হিমেল হাওয়া
আবার কখনো জীবনের সব পাওয়া আর না পাওয়া।
Please follow and like us: