নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচন ২১ মে (মঙ্গলবার) সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে হাবিবুর রহমান হাবিব ১ লাখ ১৮ হাজার ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পরাজিত প্রার্থী আবু হোসেন ভুঁইয়া রানুর চেয়ে ৯৮ হাজার ৪৩৪ ভোট বেশি পেয়েছেন। এখানে কোনো প্রতিদ্বন্দ্বি না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন মিজানুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফেরদৌসী আক্তার রিয়া। তবে চেয়ারম্যান পদে ৫জন প্রার্থীর মধ্যে গাজী গোলাম মর্তুজা পাপ্পা, তাবিবুল কাদির তমাল তাদের প্রার্থীতা প্রত্যাহার করেন। ক্যাসিনো স¤্রাট খ্যাত ডন সেলিমের মনোয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। এখানে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হাবিবুর রহমান হাবিব ও রূপগঞ্জ ইউপির স্বর্ণপদকপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান আবু হোসেন ভুঁইয়া রানু প্রতিদ্বন্দ্বিতা করেন।