
তুমি একি রুপে বাহির হলে জননী?
নতুন রুপে অপরুপ সাজে বাহির হলে ধরনী,
তুমিযে মোদের জননী।
নদীর তীরে মাঠের কাছে যাই যখনি,
দেখি তুমি অপরুপ রুপে সেজে আছো জননী।
ভোর বেলায় মনেপরে তোমায়,
আসো যখন লাল সোনালী রোদ্র নিয়ে মোদের
কাছে বিলিয়ে দাও তোমার সোন্দর্য্য
টাকে।।
মনেপরে তোমায় সূর্য্য অশ্চু যাবার পথে,
নবীন সাজে সাজো যখন পশ্চিম আকাশে।
লাগে তোমায় অনেক সুন্দর
ইচ্ছাকরে মোর প্রান ভরে দেখতে।।
ভোরের সকালে কিচির মিচির পাখির
ডাকেতে ঘুম ভেঙ্গে যায় যখনি,
মনেপরে তোমায় হে জননী।
Please follow and like us: