
নিজস্ব প্রতিবেদক,ফেনী: বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স এ্যাওয়ার্ড পাচ্ছেন সৌদি আরবের রিয়াদ প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ফেনীর বাসিন্দা জসিম উদ্দিন সাঈদ। আগামী ১৮ অক্টোবর রাজধানীর বাংলা একাডেমীর আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ‘বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স এ্যাওয়ার্ড-২০১৫’ তুলে দেয়া হবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ফজলে কবির। বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক নুরুন নাহার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে। প্রসঙ্গত; জসিম উদ্দিন সায়েদ দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের নেয়াজপুর গ্রামের বাসিন্দা ও সিলোনীয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাঈদ আহম্মদের ছেলে।