রোজা
রোজা মানে নয় উপোস
খোদাভীতি জাগে,
খোদার প্রেমে বিভোর হয়ে
পাপ ছেড়ে দাও আগে।
রোজা হলো রবের বিধান
করনা হেলা ফেলা,
রোজার মধ্যে মাবুদ বুঝায় গরীব দুঃখীর
অনাহারের জালা।
রাখলে রোজা পাপের বোঝা
তোমার যাবে কমে,
রোজার মধ্যে আত্মা তোমার
পরিশুদ্ধ হবে।
রোজা রেখে করলে দোয়া
দ্রুত কবুল হবে,
পরপারে তোমার জন্য রাইয়ান দুয়ার
খুলে দিবেন রবে।
পরিচিতি:
নাম: রুমানা আক্তার রত্না
শিক্ষার্থী, ইতিহাস বিভাগ, কুষ্টিয়া সরকারি কলেজ।
Please follow and like us: