২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




রোজিনা ইসলামকে নিয়ে মুঠোফোন গ্রাহক এসোসিয়েশনের উদ্বেগ

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : মে ২২ ২০২১, ২০:৫৫ | 719 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মামলা ও জামিন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলাম কে নির্যাতন ও হয়রানির মামলা দিয়ে জেলে পাঠানো জাতির জন্য অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। এ মামলার ধরন ও অপব্যবহার হওয়ায় গভীর উদ্বেগের কারণ রয়েছে।

পেশায় এই আইনজীবি বলেন, গণমাধ্যম কর্মীদের হয়রানি ও মুক্তমনা মানুষকে নির্যাতন এখন নিত্যদিনের রুটিন ওয়ার্কে পরিণত হয়েছে। তারই ধারাবাহিকতায় স্বাস্থ্য মন্ত্রণালয় জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলাম কে যেভাবে হেনস্থা করে এবং তার বিরুদ্ধে ৯৮ বছর পূর্বে ব্রিটিশদের তৈরি আইনের অপপ্রয়োগ করা হয়েছে। দক্ষিণ এশিয়ায়একমাত্র ভারতেই এআইনের অপপ্রয়োগ লক্ষ করা যায়। আইনটির তিনটি বিষয়ের উপর নির্ভরশীল।  রাষ্ট্রীয় স্বার্থ জলাঞ্জলি দেওয়া গুপ্তচরবৃত্তি, রাষ্ট্রদ্রোহ এবং রাষ্ট্রীয় (জাতীয়) অখণ্ডতার প্রতি হুমকি।

তবে এই তিনটির একটিও রোজিনার দায়িত্ব পালনের সময় ঘটেছে বলে আমাদের কাছে প্রতীয়মান হয়নি বলে অভিমত ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, সরকার এবং মহামান্য আদালতের প্রতি আমাদের অনুরোধ থাকবে ২০১৭ সালে ভারতে বিশিষ্ট সাংবাদিক পুনম আগারওয়াল এর বিরুদ্ধে ভারতের সেনাবাহিনীর পড়া অফিশিয়াল সেক্রেটস অ্যাক্ট এরপর মামলার প্রেক্ষিতে ভারতের আদালতে দেয়া রায় জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনার ক্ষেত্রে নজির হিসেবে দেখার। পুনম আগারওয়ালের বিরুদ্ধে করা মামলা আদালত খারিজ করে দেয় এবং পরবর্তীতে ভারতীয় সেনাবাহিনী তার করা ডকুমেন্টারি সেনাবাহিনীর ভবিষ্যৎ সম্ভাবনার ক্ষেত্রে ও সংস্কারের ক্ষেত্রে ব্যবহারের জন্য পুনম আগারওয়ালের কাছে সহযোগিতা চায়। একই সাথে আমরা এই আইনের অপব্যবহার বন্ধ এবং আগামী সংসদ অধিবেশনেই এ আইন বাতিলের দাবি জানাচ্ছি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET