
আব্দুর রহিম বাবলু,কুমিল্লা প্রতিনিধি:-
রোটারী কাব অব নাঙ্গলকোটের উদ্যোগে ইফতার মাহফিল গত শনিবার নাঙ্গলকোট জামান্স প্লাজাস্থ ২য় তলার নন্দন হাউজিং লিমিটেডের অফিসে অনুষ্ঠিত হয়। কাবের প্রেসিডেন্ট রোটা. আবদুল হকের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সেক্রেটারি রোটা. শাহ খোরশেদ আলম, রোটা. ও কাউন্সিলর এমরান হোসেন বাহার, রোটা. আ জ ম রাসেল, রোটা. শাখাওয়াত হোসেন, রোটা. কামরুল হাসান, রো. আজিম উল্যাহ হানিফ প্রমুখ।
Please follow and like us: